বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিলটি মহানগরীর শালবাগান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় তারা ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার নবী তোমার নবী, বিশ্ব নবী বিশ্ব নবী,’ ইত্যাদি শ্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদকে (সা.) অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করতে শেখায় না। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থী রাহিদ হোসেন রিমন, আহম্মদ সিহাব, ফকরুল ইসলাম ফুয়াদ, তপু ইসলাম বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে যান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024