|
Date: 2024-09-26 12:44:13 |
শ্যামনগরে সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রেতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে জিয়াদ আলী গাজী(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মৌতলা গ্রামের মৃত ইফান আলী গাজীর পুত্র।
মৃতের পুত্র আব্দুল জলিল জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় সাপে তাকে কামড় দেয়। সকালের দিকে বুঝতে পেরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন রোগীকে দেরীতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কারণে তার মৃত্যু হয়েছে।
© Deshchitro 2024