|
Date: 2024-09-26 17:07:48 |
গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতির নেতৃত্বে,সকল নেতৃবৃন্দ ফুলের সম্বর্ধনায় বরণ করে নিয়েছেন গলাচিপা উপজেলা নবাগত থানার ওসিকে।এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মসিউল ইসলাম রুবেল,সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন,সহ-সভাপতি মোস্তফা কামাল খান,সহ-সভাপতি ফাইজুর রহমান শুভ,কোষাধক্ষ্য মোঃফিরোজ মাহমুদ, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম মোল্লা সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।
নবাগত ওসি আসাদুর রহমান গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সার্বিক সহায়তা চেয়ে বলেন।প্রত্যেকটি মানুষের স্বপ্ন থাকে ভালো কিছু পাওয়ার জন্য আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন।আমি ২০১০ সালে বাংলাদেশ পুলিশে সাপ ইন্সপেক্টর হিসেবে যোগদান করি।আল্লাহতালার ইচ্ছায় পদোন্নতি পেয়ে সেখান থেকে দীর্ঘদিন ওসি তদন্ত হিসেবে কলাপাড়া এবং পটুয়াখালী ছিলাম।আমি যেহেতু বগুড়ার তাই বরিশালের মানুষের প্রতি একটু বিরূপ ধারণা ছিল।কিন্তু বরিশাল রেঞ্জে যোগদান করার পরে আমার সেই ধারণা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়।এখানকার মানুষ যেন তো ভালো আমার জানা ছিল না।এখন দেশের পরিবর্তনের পরে আরেকটি পদোন্নতি পেয়ে ওসি হিসেবে আপনাদের থানায় যোগদান করেছি।আপনাদের কাছে সর্বদা সহযোগিতা চাই।গণমাধ্যম সমাজের দর্পণ গণমানুষের চোখ।তাই যেকোনো বিষয়ে আমাদেরকে সার্বিক সহায়তা করবেন।এবং অতি শীঘ্রই আপনাদেরকে নিয়ে আমি বসতে চাই সার্বিক পরিস্থিতি নিয়ে।
গলাচিপা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বদা সহযোগিতার করার কথা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024