|
Date: 2024-09-26 17:46:00 |
দ্বীপজেলা ভোলায় যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখা এর সার্বিক সহযোগিতায় পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোলার কাচা বাজার এলাকায় পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সহযোগিতায় এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিমের সদস্যরা।
এসময় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মোঃ আশরাফুল, মোঃ শাফায়াত হোসেন সিয়াম, মোঃ জাহিদ হাসান, মোঃ ফজলে রাব্বি রিমন সহ অন্যান্য সদস্যরা।
এসময় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা জানান, পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলার সার্বিক সহযোগিতায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিম ভোলা জেলার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এসময় জনগণকে সচেতন করার লক্ষ্যে পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা।
পলিথিনের বিকল্প হিসেবে কাগজ, পাট অথবা নেটের ব্যাগ ব্যবহারের জন্য ভোলার জনসাধারণ কে উৎসাহিত করে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা।
© Deshchitro 2024