|
Date: 2024-09-27 09:57:31 |
কক্সবাজারের কুতুবদিয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) বাদে জুমা উপজেলার বড়ঘোপ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের সামনে থেকে ছাত্র জনতার ব্যানারে তৌহিদী জনতার বিশাল বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এদিকে বিক্ষোভ মিছিলে তৌহিদী জনতারা স্লোগান দেন ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর’, ‘বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান’, ‘দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’ লেগেছে'রে লেগেছে রক্ত আগুন লেগেছে ইত্যাদি ।
এসময় প্রতিবাদ সমাবেশে কুতুবদিয়া উপজেলা ছাত্রনেতা এম রিদুয়ানুজ্জামান হেলালির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শাহাদত হোছাইন ভুট্টো, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, ছাত্রনেতা তারেক প্রমুখ।
এতে,সমাপনী বক্তব্যে দোয়া ও মোনাজাত করেন উপজেলা আজম কলোনী জামে মসজিদের খতিব মাওলানা কুতুব উদ্দীন।
সমাবেশে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না।মুসলীম ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমাণ দিয়েছে ভারত। ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না। যুগে যুগে রাসুলের নামে মিথ্যাচার করেছিল পরবর্তীতে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।
সমাবেশে আরও বলেন, সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা সবসময় প্রস্তুত।
© Deshchitro 2024