|
Date: 2022-11-14 12:31:27 |
যশোরের অভয়নগর উপজেলার তালতলা নামক স্থানে এক গৃহবধু ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৪ নভেম্বর সোমবার দুপুর ১২ টার সময় খুলনাগামী বেতনা ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধুর নাম নিলুফা ইয়াসমিন (৬০)। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার ক্যান্টনমেন্ট এলাকার আকবর আলীর স্ত্রী। সে এসময় রেললাইন পার হচ্ছিলেন।
নওয়াপাড়া রেলওয়ে ষ্টেশনমাষ্টার মাসুদ রানা জানান, সোমবার দুপুর ১২ টার সময় খুলনাগামী বেতনা মেইল ট্রেনটি তালতলা রেলক্রসিংএর অদুরে পৌছালে ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই নিলুফা ইয়াসমিন নামে এক মহিলা নিহত হয়। সে এ সময় রেললাইন পার হচ্ছিলেন।
নিহত নিলুফা ইয়াসমিনের ছেলে শেখ আবুল বাশার জানান, গত রবিবার আমার মা বাড়ি থেকে নওয়াপাড়ায় আত্বীয় বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে মা ফোন করে জানায় সে বাড়িতে আসার জন্য রওনা হয়েছে। দুপুরে একজন ফোন করে বলেন আমাকে দ্রুত নওয়াপাড়ার তালতলায় আসতে। আমি নওয়াপাড়ায় এসে জানলাম মা ট্রেন এক্সিডেন্ট করে মারা গেছে।খুলনা রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) মোল্য খবির উদ্দিন জানান, বেতনা মেইল ট্রেনের সাথে ধাক্কা লেগে নিলুফা ইয়াসমিন নামে একজন মারা গেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
© Deshchitro 2024