শেরপুর জেলার ঝিনাইগাতী থানার নবাগত ওসির সঙ্গে ঝিনাইগাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত ওসি মো. আল আমীন বলেন, “পুলিশ এবং সাংবাদিক একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করে থাকেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক নির্মূলসহ সবার সহযোগিতায় বাস্তবায়ন করতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন দূর করতে হবে। সাংবাদিক ও পুলিশ একসঙ্গে কাজ করলে সমাজের সকল মানুষের উপকার হবে।” এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে এবং অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইগাতী উপজেলার সকল শ্রেণী-পেশার লোকজনদের সহযোগিতা কামনা করেন এবং সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান। উল্লেখ্য, নবাগত ওসি মো. আল আমীন ২২ সেপ্টেম্বর ২০২৪ ঝিনাইগাতী থানায় যোগদান করেন। ঝিনাইগাতী থানায় যোগদানের পূর্বে তিনি হবিগঞ্জ জেলা বিশেষ শাখার ‘ডিআইও-১’-এর দায়িত্বে ছিলেন। তিনি ২০০৩ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024