|
Date: 2024-09-27 15:39:21 |
• বিপুল দেব রায় || বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।
শুক্রবার নিউইয়র্ক সময় সকালে সাধারণ পরিষদের ৭৯-তম অধিবেশনে সরকারপ্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস নিজের প্রথম ভাষণ দিলেন।সাধারণ অধিবেশনে বাংলায় বক্তৃতা দেয়ার বিগত সময়ের রেওয়াজ অব্যাহত রেখেছেন তিনি।
বক্তব্যে অধ্যাপক ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। বাংলাদেশের বৈষম্যবিরোধী ও সরকার পতন আন্দোলনকে তিনি 'মনসুন রেভোল্যুশন' বা 'মনসুন অভ্যুত্থান' বলে আখ্যা দেন।
তার সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কেও ধারণা দেন তিনি। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়-ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে – এটাই আমাদের লক্ষ্য, বলেন অধ্যাপক ইউনূস।
ইসরায়েল-গাজা, ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকট উঠে আসে তার বক্তব্যে। 'ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে' উল্লেখ করে আহ্বান জানান 'সম্পূর্ণ যুদ্ধবিরতির'।
এছাড়া, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিয়েও কথা বলেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দ্বিপাক্ষিক চুক্তিসহ সকল আন্তর্জাতিক চুক্তি মেনে চলার ব্যাপারে তার সরকার বদ্ধপরিকর।
© Deshchitro 2024