কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সালুকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে সবুজ(৩৪), একই এলাকার আবুল হাশেমের ছেলে মামুন মিয়া(৩৪), আবদুল গফুরের ছেলে ইমরুজ আহমেদ(৩৩) ও তোয়ান মিয়ার ছেলে সৈকত হোসেন(২০)। শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার থেকে মাইক্রোবাস(ঢাকামেট্রো-গ-১৪-৮৮৬১) ও প্রাইভেটকার(ঢাকামেট্রো-গ-৩১-৩৫৭১) আটক করে। এ সময় গাড়ি দুইটিতে তল্লাশী চালিয়ে দুইটি বস্তায় থাকা ৪৪ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পাচারকাজে জড়িত সবুজ, মামুন মিয়া, ইমরুজ আহমেদ ও সৈকত হোসেনকে আটক করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান জানায় গাঁজাগুলো ভারতীয় সীমান্তবর্তী এলাকা আমানগন্ডা সালুকিয়া থেকে গাড়ি ভর্তি করে দেড়কোটা বাজার দিয়ে নাঙ্গলকোট যাচ্ছিল। পাচারকারীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024