|
Date: 2022-11-14 12:41:05 |
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে মাদরাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক প্রনয়নসহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন করেছে।
রাজাপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ওই মানব বন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়াতের সভাপতি অধ্যক্ষ মাওঃ মোঃ মোত্তাকিম বিল্লাহ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সহ সভাপতি ও কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. অলিউল্লাহ ৷
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করা হয়। মানববন্ধনে উপজেলার জমিয়ত নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024