জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত ও আন্তর্জাতিক বার এসোসিয়েশনের সাথে অধিভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন' (আইএইচআরও) কর্তৃক শান্তি সনদ পেয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার মানবাধিকার কর্মী মোঃ আব্দুল করিম।

'শান্তির সংস্কৃতি গড়ে তোলা' প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত বিশ্ব শান্তি দিবস-২০২৪ উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে বৈশ্বিক চেয়ারম্যান ড. নেম সিং পেনি ও ভাইস-চেয়ারম্যান ড. মোহাম্মদ বারহৌমির স্বাক্ষরকৃত শান্তির সনদ প্রদান করা হয়েছে।

সনদপ্রাপ্ত মোঃ আব্দুল করিম ডোমার উপজেলার কৃতি সন্তান। তিনি একাধারে আইএইচআরও'র স্বেচ্ছাসেবক সদস্য এবং ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স অ্যামিলিরেশন সেন্টার (ইউপিভিএসি)-এর বাংলাদেশ কমান্ডের আওতাধীন নীলফামারী জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024