কক্সবাজার সিটি কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিনকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ভালোবাসায় সিক্ত করেছেন।


রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় অধ্যক্ষ জসিম উদ্দিন প্রথমবারের মতো কলেজে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা।


এই সময় নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন বলেন, "কলেজটির সকল সমস্যা সমাধান করে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবো।"


কলেজের শিক্ষার মান বৃদ্ধিতে অধ্যক্ষ জসিম উদ্দিনের নেতৃত্বে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন কলেজ অধ্যক্ষ ক্য থিং অং।


পরে সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন কলেজের বিভিন্ন বিভাগ এবং ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024