|
Date: 2024-09-29 10:44:15 |
ঈশ্বরগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. নাছরিন আক্তার বানু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ বর্মকর্তা ফারজানা আজাদ সুমী প্রমুখ।
এবার মেলায় ৬টি স্টলে ফলদ বনজ চারা কৃষি উপকরণ অধুনিক প্রযুক্তির চাষ পদ্ধতি প্রদর্শন করা হয়। উদ্বোধনী দিনে মেলায় প্রচুর ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। মেলার উদ্বোধন শেষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024