ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সা.) কে কটূক্তি এবং তার সমর্থনকারী বিজেবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব ও স্থানীয় মুসল্লীরা। ২৯ সেপ্টেম্বর রোববার সকালে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে উপজেলা সদর বাজারের ঐতিহাসিক আমতলায় ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চানসহ ক্লাবের অন্যান্য সদস্যগণ। এ সময় বক্তারা প্রতিবাদী কণ্ঠে হুঁশিয়ারি করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী (সা.) কে কটূক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন দেশের বিভিন্ন মন্দিরে হামলা-ভাংচুর যেন না হয়। সেই জন্য বাংলাদেশের মুসলমান মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। কিন্তু ভারতীয় কিছু কটূক্তিকারী তারা বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করবার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করেন। আমরা মুসলমানরা এ সকল ফাঁদে কখনোই পা দেব না। আমরা প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি করে ভারত সরকারকে বলতে চাই– ভারতে যারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করেছে তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024