আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   সন্ধ্যায় ষ্টেশন রোডস্থ জয়পুরহাট শহর বিএনপির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম , জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র।

বক্তব্য রাখেন হিন্দু বৈদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর জেলা আহবায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব উৎপল  কুমার  বাবু, বক্তব্য রাখেন জয়পুরহাট পৌর শাখা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিত সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান  ঐক্য পরিষদ নেতা অরুণ মন্ডল।

প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম বলেন, জয়পুরহাটের মাটিতে কোন হিন্দু ভাইদের প্রতি কোন প্রকার জুলুম অন্যায় বরদাস্ত করা হবেনা। প্রয়োজনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুজা মন্ডপ পাহারা দিবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024