|
Date: 2024-09-29 15:30:28 |
কক্সবাজারের কুতুবদিয়ায় আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। রবিবার (২৯সেপ্টেম্বর ২০২৪) বিকেল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের নয়া পাড়ায় মৃত ছৈয়দ আহমেদের পুত্র মাওলানা আনোয়ার হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানাই , বিকাল ৫টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুন লাগে।স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ হাজার টাকা হতে পারে। তবে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে বসত বাড়িতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান আলা উদ্দীন আল আযাদ
© Deshchitro 2024