বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকত আলী বেরোবির ক্যাম্পাস সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও সাংবাদিকতার প্রতিকূলতা ও তাদের নানা দাবির কথা তুলে ধরেন। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ২য় তলায় এই সভার আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, সাংবাদিক সমিতির সভাপতি ও ঢাকা পোস্টের প্রতিনিধি  শিপন তালুকদার , সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও এখন টিভির রিপোর্টার কামরুজ্জামান হিমেল সহ প্রমুখ। 

উপাচার্য ড. মো: শওকত আলী বলেন, " ইতিমধ্যে সাংবাদিক সমিতিকে তাদের কাজের সুবিধার্থে একটি অফিস বরাদ্দ দেওয়া হয়েছে। বাস সংকট দূরীকরণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়কে সাজাতে ও পরিবেশবান্ধব করতে নানা পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের দাবি পূরণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে মেডিকেল সেন্টারে একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করব। "

এছাড়াও দ্রুত ক্যাম্পাস রেডিও ও ক্যাম্পাসে মাসিক পত্রিকা চালুর ব্যপারে আশ্বাস দেন তিনি। অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের ইতিবাচকদিক গুলো দেশ তথা বিশ্বের কাছে তুলে ধরার।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024