মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া

কক্সবাজারের কুতুবদিয়ায় মাঠে মাঠে সোনালি ফসল।  হাসি ফুটেছে চাষিদের মুখেও। কোথাও পাকা ধান কাটা শুরু হয়েছে। কোথাও আবার ধানে সোনালি আভা এসেছে। মাঠে  মাঠে সোনালী ধানের ঢেউ। তবে এ পরিবর্তন রাতারাতি নয়, বরং কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে  ফলানো ফসল।

সরজমিনে দেখা যায়,উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকায় নয়নাভিরাম দৃষ্টিনন্দন সোনালী ধানেরর মাঠ।  শীতের সময়ে এখানে ভিন্ন রূপের দেখা মিলে, প্রকৃতির ছয়টি ঋতু যেন অপূর্ব ছয় রুপসী হয়ে ধরা দেয় এই ক্ষেতের বুকে। এই মাঠে ডিসেম্বরের শেষের দিকে কুতুবদিয়ায়  ঘুরতে আসা পর্যটকদের তরমুজ খাওয়ার হিড়িক পড়ে।

এদিকে,অনেক মাঠের ধান পেকে গেছে। কোথাও কোথাও মাঠ থেকে কেটে নেওয়া হয়েছে ধান। কোনো কোনো ক্ষেতে রয়েছে আধা পাকা ধান। এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সেসব ধান পাকবে। এসব ক্ষেতে পানি থাকায় ধান চারা রোপণের বিষয়টি অনিশ্চিত ছিল। যা পানি কমানোর পর চারা রোপণে দেরি হওয়ায় ধান পাকতে সময় লাগছে।

এবিষয়ে উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, চল‌তি আউশ মৌসু‌মে ১ হাজার ৭৯০ হেক্টর জ‌মি‌তে আউশ চাষ হ‌য়ে‌ছে। ফলন ভাল হ‌য়ে‌ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024