বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল বলেছেন, দেশে এখন এক ভয়ানক দুঃসময় বিদ্যমান। মানুষের জীবন-জীবিকা গভীর সংকটাপন্ন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতা থেকে দুরে সরে গেছে। বর্তমান ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার এর পাশাপাশি বেচেঁ থাকার অধিকার টুকুও কেড়ে নিয়েছে।

  তিনি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে নগ্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা দিয়ে তারা ক্লান্ত হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও সাজা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝে সরকার জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষন্বিত হয়েছে এসব নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। জিয়া পরিবারকে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি, আওয়ামীলীগও সফল হবে না। জনগণের প্রতিরোধে আওয়ামী ষড়যন্ত্র ধুুলিসাৎ হয়ে যাবে।

 তিনি রবিবার হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন উপলক্ষে এক প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস চেয়ারম্যান, সেলিম চেয়ারম্যান, ডা.রফিক,আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, আব্দুস শুক্কুর, মোহাম্মদ ইসমাইল, আবুল হাশেম, রহমত উল্লাহ মেম্বার, নাসির উদ্দিন, সাইফুল আলম টুটুল, হাসান মাস্টার, শহিদুল ইসলাম, সাইফুল, ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা ও পৌরসভা যুবদল ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

মীর হেলাল  বলেন, চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে হাটহাজারী ব্যতিক্রম যে খানে প্রত্যেকটা ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024