শাহপরীর দ্বীপে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্যজীবি দলের বিশাল কর্মী সমাবেশে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও এমপি শাহজাহান চৌধুরী শাহপরীর দ্বীপের করিডোর খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি জনগণের স্বার্থে করিডোর চালু করেছিল, যা আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছে।


রবিবার (২৯ সেপ্টেম্বর) শাহপরীর দ্বীপে কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।


শাহজাহান চৌধুরী বলেন, "টেকনাফে ক্রসফায়ারের নামে বহু মানুষকে হত্যা করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যুবদলের নেতা ইব্রাহিমকে দুই গ্রুপের বন্দুক দেখিয়ে হত্যা করা হয়েছে, যার বিচার এখনও হয়নি।"


তিনি আরও অভিযোগ করেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্যজীবিদের জীবন-জীবিকা বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি করিডোর ও অন্যান্য বন্ধ বাণিজ্যিক সুবিধা পুনরায় চালু করার দাবি জানিয়ে বলেন, "বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।"


সমাবেশে সভাপতিত্ব করেন শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল মেম্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024