বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সদ্য যোগদানকৃত বিএমপি কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের সাথে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায়। এ সময় পুলিশ কমিশনার বলেন আমরা আপনাদের নিকট থেকে ইতিবাচক সহায়তা চাই। আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই। আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সকল গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ আমরা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 
মতবিনিময়কালে সাংবাদিকগণ সামগ্রিক আইনশৃঙ্খলা সহ সংশ্লিষ্ট সকল বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস) জনাব মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব রুনা লায়লা সহ বিএমপি'র অন্যান্য  ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024