সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে আলমগীর গাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামীলীগ সরকারের সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছত্রছায়ায় থেকে নুরনগর ইউনিয়নে রামজীবনপুর গ্রামের শুকুর আলী সরদারের ছেলে জমি জবর দখলকারী সাবেক যুবলীগ নেতা এস এম সাইফুল্লয়াহ আল মামুন এবং তার সহযোগী ভবানীপুর গ্রামের আবুল কাশেম বাহিনীর নেতৃত্বীতে কিছু নামধারী ভূয়া ভূমিহীন বাহিনী দ্বারা আলমগীর গাজীর পৈত্রিক ও কোবলাকৃত সম্পত্তি জবর দখলের হুমকি ও পায়তারা করছে।
গত ১৮ সেপ্টেম্বর শ্যামনগর প্রেসক্লাবের সামনে সাইফুল্ল্যাহ ও আবুল কাশেমের নেতৃত্বে ভুয়া ভূমিহীনদের নিয়ে আলমগীর গাজীর নামে ও তার ভাইদের নামে মিথ্যা,বানোয়াট মানববন্ধন করেছে।তিনি তার বক্তব্যে জমির দলিল ভিত্তিক প্রমাণ তুলে ধরেন। এ সময় তিনি বলেন বর্তমানে বিষয়টি বিচারাধীন। এবং তার সমুদয় বিরাধীয় সম্পত্তি হাল জরিপেও তার।
তিনি বলেন এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী ও যথাযথ প্রশাসনের কাছে দ্রুত প্রতিকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।