|
Date: 2024-09-30 16:03:31 |
জয়পুরহাটের আক্কেলপুরে ডেঙ্গু রোগ বিস্তার ও প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলমের নেতৃত্বে শহরের কলেজ গেট, হাসপাতাল মোড়, রেল স্টেশনে লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদ রানা, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী, পৌর বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আহম্মেদ, মোব্বাশের হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম জানান, উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই সকলকে ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে সচেতন হতে হবে। আমরা ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মাইকিংসহ মসজিদগুলোতে জুম্মার নামাযে খুতবার আগে সতর্ক বার্তাসহ বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। আতংকিত হওয়ার কোন কারণ নেই। এছাড়া সর্বসাধারণকে সচেতনতা বৃদ্ধি করতে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
© Deshchitro 2024