|
Date: 2024-10-01 03:29:15 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য্য ছিল। ওইদিন দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৫৫০ জন আইনজীবীর নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী ১, ২ ও ৩ অক্টোবর প্রতিদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের জন্য সময় নির্দ্ধারণ করা হয়েছে। কমিশন সূত্র আরো জানায়, যে সকল ভোটার আইনজীবীগণ খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপত্তি দাখিল করবেন, কেবলমাত্র ওই সকল ভোটার আইনজীবীরাই পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে কার্যনির্বাহী পরিষদের কাছে (নির্বাচনী ট্রাইবুনাল) আপত্তি দাখিল করতে পারবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
© Deshchitro 2024