|
Date: 2024-10-01 10:06:56 |
‘‘ পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প ” এর আওতায় পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বড়হিত ইউনিয়নের পস্তারি গ্রামের ছাগল খামারি আলী হোসেনের বাড়িতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. পল্লব বৈশ্য, প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক এহসানুল হক, খামারি সুভাষ সরকার, ভ্যাকসিনেটর নোমান মিয়া প্রমুখ।
প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, দেশের দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী ছাগল ও ভেড়া পালন করে থাকে। সে কারনে এ রোগে আক্রান্ত হলে ক্ষতির পরিমাণ বেশি হয়। কিন্তু নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদান করলে এ রোগ থেকে শতভাগ মুক্ত থাকা সম্ভব। এবছর ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৪ হাজার ৭শ টিকা প্রদান করা হবে।
© Deshchitro 2024