কক্সবাজার পৌরসভায় ইজিবাইক (টমটম) মালিক ও চালকদের মধ্যে লাইসেন্স নবায়ন ইস্যুতে উত্তেজনা চরমে পৌঁছেছে। পৌরসভার পূর্বে দেয়া লাইসেন্স বাতিল করে নতুন করে লাইসেন্স প্রদান ও পুরনো লাইসেন্স নবায়নের দাবিতে দুই পক্ষের আন্দোলন একাধিকবার মুখোমুখি অবস্থান সৃষ্টি করেছে।


একটি পক্ষের দাবি, পূর্বের লাইসেন্স বাতিল করে নতুন নিয়মে সবার জন্য সমানভাবে লাইসেন্স প্রদান করতে হবে। অন্যপক্ষ চায়, পূর্বে ইস্যুকৃত লাইসেন্স যাচাই-বাছাই করে তাদের নবায়নের সুযোগ দেওয়া হোক। পৌর প্রশাসন সম্প্রতি নবায়নের অনুমতি দিলে একটি পক্ষের বাধার মুখে নবায়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে উভয় পক্ষ আরও তীব্র আন্দোলনে নামে।


মঙ্গলবার (১ অক্টোবর ) উভয় পক্ষ পৃথকভাবে বিক্ষোভের ঘোষণা দেয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে, তবে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024