|
Date: 2024-10-01 10:16:03 |
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে সভাপতি সামছুল হক ও সুপার রফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগ,দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ শে সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেন। স্মারক নং-স্মারক নং-০৫.৪৭.৭৩৪৫,০০১.৩৭.০৫৬.২৪-৭৪০
প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি সামছুল হক ও সুপার রফিকুল ইসলাম এর বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগ, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবিতে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান। তদন্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
© Deshchitro 2024