কিডনি জটিলতায় আক্রান্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১১ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী রিসাদ কবিরের চিকিৎসার জন্যে আয়োজিত হয় চ্যারিটি কনসার্ট। এসময় উপস্থিত হয়ে বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো: শওকত আলী এ কথা বলেন।
মঙ্গলবার (১ অক্টোবর) রংপুরে শেখ রাসেল স্টেডিয়ামে 'কনসার্ট ফর রিসাদ' আয়োজিত হয়। জনপ্রিয় মিউজিক ব্যান্ড শিরোনামহীন, জলের গান, টঙের গান, বায়োস্কোপ ও হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে।
আন্দোলনে হাত হারানো এক শিক্ষার্থী বলেন, " অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে আন্দোলনে নেমেছিলাম। হারাতে হয়েছে এক হাত। তবুও থমকে যাইনি। প্রয়োজনে দেশের সেবায় নিজের জীবন দিতেও প্রস্তুত আছি। বাংলার মাটিতে আর কোনো স্বৈরসচারের ঠাই নাই।"
উপাচার্য ড. মো: শওকাত আলী বলেন, " রিসাদ সহ স্বৈরাচারবিরোধী আন্দোলনের আহত এ নিহত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এরজন্য সকলের সহযোগিতা কাম্য।"
প্রতিটি টিকিটের মূল্য একশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয় যা সম্পূর্ণ ব্যয় হবে রিসাদের চিকিৎসায়।