|
Date: 2024-10-01 23:44:42 |
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলার মধ্যে জনসম্পৃক্ত সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, বিশেষ করে বিআরটিএ, পাসপোর্ট অফিস, রেজিস্ট্রি অফিস, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, সমাজসেবা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিশেষ নজরদারিতে রেখে দুর্নীতিবাজদের প্রতিহত, আইনের আওতায় আনা, জেলা ও উপজেলা কমিটিকে আরো গতিশীল করে দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে পরামর্শ দেন সভার প্রধান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
আরো বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধা. সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, সাধা. সম্পাদক মোঃ আনিছুর রহমান ও সদস্য মোঃ সাকিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আকতার, সদস্য রেবেকা সুলতানা, মোঃ রেজাউল করিম, আব্দুল ওহাব আজাদ, জিএম নাজমুল আরিফ ও কাজী শাহাবুদ্দিন।
© Deshchitro 2024