আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হাকিম, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক গোলাম রব্বানী টিটু, স্বেচ্ছাসেবক ও সাংবাদিক জাহিদুল হক মনির প্রমুখ। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, ১৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সভায় জানানো হয় এবছর ঝিনাইগাতী উপজেলায় ১৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024