|
Date: 2024-10-02 13:44:14 |
নীলফামারীর ডোমার শহরের জনপ্রিয় মোবাইলের দোকান 'মিম টেলিকম' থেকে ৩০০টি স্মার্টফোন চুরি হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
বুধবার (২রা অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের সাহাপাড়া রোড স্থ মিম টেলিকমে চুরির ঘটনাটি ঘটে। সর্বস্ব চুরি যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ও তরুণ উদ্যোক্তা মোঃ রিপন হক। দোকান চুরির ঘটনায় ডোমার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
মোঃ রিপন হক জানান, সকাল ৯টায় কর্মচারী এসে দোকান খুলতে শাটার ভাঙা দেখতে পেয়ে তাকে খবর দেয়। তিনি এসে দেখেন দোকানের ৩০০টি স্মার্টফোন নিয়ে গেছে চোররা। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে প্রায় এক কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করছেন তিনি। যা পরিশোধ করতে মোটা অংকের অর্থ কিস্তি প্রদান করতে হয়। চুরি যাওয়ায় পথে বসে গেলেন বলে জানান তিনি।
এব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন সহ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024