|
Date: 2024-10-02 16:50:43 |
সদ্যবিদায়ি সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। এর আগের মাস আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। সে হিসেবে মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে ০.৫৭ শতাংশ।
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যে পণ্য কিনতে ১০০ টাকা খরচ করতে হয়েছে, সেই একই ধরনের পণ্য ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কিনতে হয়েছে ১০৯ টাকা ৯২ পয়সায়। অর্থাৎ বছরের ব্যবধানে পণ্যের দাম বেড়েছে ৯ টাকা ৯২ পয়সা।
বিবিএসের প্রতিবেদনের তথ্য বলছে, সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি সেপ্টেম্বর মাসে কমেছে খাদ্য মূল্যস্ফীতির হারও। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪০ শতাংশে। যা আগস্ট মাসে ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ।
এ ছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমেছে। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ। যা আগস্ট মাসে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।
© Deshchitro 2024