|
Date: 2024-10-02 16:51:20 |
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নতুন কমিটি পুনঃগঠন করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল কুদ্দুসকে সভাপতি এবং মোঃ নুরনবী সবুজকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আবদুল হক, সহ-সভাপতি কাজী মো. ফজলুল করিম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ এবং দপ্তর সম্পাদক আইয়ুব আলী।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডাঃ খুরশিদ আলম, মাষ্টার আবদুল জলিল, সামছুদ্দিন, আতিক উল্যাহ, কাজী আহমদ করিম, মো. আজিজ, ইমাম উদ্দিন সবুজ, জসিম উদ্দিন ও সোহাগ।
এই নতুন কমিটি উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
© Deshchitro 2024