মুন্সি শাহাব উদ্দীন।

লোহাগাড়া উপজেলার চুনতির ৫৪ তম সীরাতুন্নবী (স:) মাহফিলের আজ  ৪ ঠা সেপ্টেম্বর সমাপনী দিবস। দেশবরেণ্য আলেমে দ্বীনগন আজ কোরান ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং ফজরের নামাজের পূ্র্বে আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে সমাপ্ত হবে সীরাতুন্নবী (স:) মাহফিল। উল্লেখ্য যে, লোহাগাড়ার চুনতির মহান আধ্যাত্মিক সাধক শাহসুফি হাফেজ আহমদ রহ: ( শাহ সাহেব হুজুর) ১৯৭২ সালে প্রতিষ্টিত করেন এই মাহফিল। এরই ধারাবাহিতায় প্রতিবছর নির্ধারিত সময়ে  অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহাসিক এই মাহফিলে সীরাতুন্নবী (সঃ)। দেশের বিভিন্ন প্রান্ত হতে ধর্মপ্রাণ মুসলমানগন মাহফিলে অংশ গ্রহণ করে এবং কোরাণ হাদিসের বাণী শুনে  নিজের জীবণকে পরিবর্তন  করে ইসলামী নিয়ম মতে পরিচালিত  করার সুযোগ হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024