|
Date: 2024-10-03 00:51:58 |
লাখাইয়ে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মৃত্যু।
লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায় বুধবার(২ অক্টোবর) সন্ধায় হঠাৎ ধমকা হাওয়ায় বিদ্যুৎ এর তার ছিঁড়ে দুই ব্যক্তির গায়ে পড়ে বিদ্যুৎ পৃষ্ঠে নিহত হয়েছে। নিহতরা হলেন হাজী রউফ মিয়ার ছেলে ফরাজ মিয়া (৩০) ও হাজী রহমত আলীর ছেলে জমশেদ মিয়া (৩৫) স্থানীয় ও বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ জানান বুধবার সন্ধার সময় হঠাৎ ধমকা হাওয়া শুরু হলে নিহতরা পাশ্ববর্তী দোকান থেকে বাড়ী যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে ২ জনের প্রানহানীর ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয় লোকজন নিহত ব্যক্তিদের কে হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোয়াকাড়া গ্রামে শোকের ছায়া পড়েছে। নিহতদের পরিবারের মাঝে বয়ছে শোকের ছায়া। এ বিষয়ে লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান অনুজ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে জানতে পেরছি। ঔ এলাকার বিদ্যুৎ এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান আপাততঃ গোয়াকারা গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার দিনের বেলায় গিয়ে আমার লোকজন লাইনের মেরামতের কাজ করে বিদ্যুৎ চালু করা হবে।
© Deshchitro 2024