বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম পরিচালনা ও নীতিনির্ধারণের জন্য আগামী এক বছরের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। 

উপদেষ্টা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। 

আইন অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ড.রাজিউর রহমান মডারেটর। 

উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান। শিক্ষার্থী উপদেষ্টা ড. মোঃ শরাফত আলী। সহকারী অধ্যাপক ড.মোঃ আবু সালেহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সহকারী অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান মিয়া, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ। সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, ইইই বিভাগ। সহকারী অধ্যাপক শামসুল আরেফিন, সমাজ বিজ্ঞান বিভাগ। সহকারী অধ্যাপক মোঃ হাসেম রেজা, লোকপ্রশাসন বিভাগ। প্রভাষক রুহুল আমিন, ইতিহাস বিভাগ। প্রভাষক মাঈনুল ইসলাম শাওন, ইংরেজি বিভাগ।

এছাড়াও অতিদ্রুত কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024