একটি গাছ একটি প্রাণ এ স্লোগানকে সামনে রেখে  শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থিদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

৩ অক্টোবর বৃহস্পতিবার সকালবেলায় শিক্ষার্থিরা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।  কলেজের অধ্যক্ষ  মোঃ নুরুল হক এ বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ভোদন করেন।


এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বিথি রানি ঘোস, সহ বাংলা  বিভাগের সকল শিক্ষকবৃন্দ।  


এ সময় কলেজের অধ্যক্ষ নুরুল হক শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিভাগীয় প্রধান বিথি রানি ঘোস বলেন। বৃক্ষ আমাদের সবুজ প্রাণ আমাদের জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই। সাহিত্যর ছাত্র - ছাত্রী মানি অন্যরকম কিছু। শিক্ষার্থীদের এ উদ্যেগকে সাধুবাদ জানই। বাংলা বিভাগ সবসময় নতুন কিছু করতে প্রস্তুুত।  

বৃক্ষ রোপণ কর্মসূচিতে সার্বিক সহায়তা করেন ইয়ুথ হেল্পড ফর পভার্টি এবং কলেজের বাংলা বিভাগ কতৃপক্ষ।  

এ সময় ইয়ুথ হেল্পড ফর পভার্টির প্রতিষ্ঠাতা কাজী এহসানুল হক জিহাদ বলেন যে প্রত্যেকবছর আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে থাকি। আগামীতেও করবো ইনশাল্লাহ।  

কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী রিফাত জাহান বলেন, বৃক্ষ আমাদের সবুজ প্রাণ আমরা সবসময় এ ধরনের কাজকে সাধুবাদ জানাই। বৃক্ষের সবুজ প্রাণে শোভিত হউক আমাদের দেশ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024