|
Date: 2024-10-03 07:58:25 |
নীলফামারীর কিশোরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবধর্না অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় বড়ভিটা ইউনিয়নের ৬ বারের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান ফজলার রহমানের একান্ত প্রচেষ্টায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত করব। তিনি আরও বলেন,শিক্ষার্থীরা সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস,
আরও উপস্থিত ছিলেন উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার সুপার মোজাফফর হোসেন,আনোরমারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, জামিল হোসেন,সাইফুল ইসলাম,জামিনুর রহমান, আব্দুল জলিল, আব্দুল হামিদ মাস্টার প্রমূখ।
© Deshchitro 2024