|
Date: 2022-11-15 11:25:10 |
বীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রংপুর বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন "রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যান সমিতি" এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মোঃ মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের মোঃ এরশাদুজ্জামান আশেক।
এছাড়াও কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন,
মোঃ সোয়েব হাসান (সহ- সভাপতি), মোঃ কায়েস (সহ- সভাপতি), মোঃ খাদেমুল সজীব (সহ- সভাপতি), মোছাঃ সানজিদা শিলা (সহ- সভাপতি), নন্দরাজ রায় (সহ- সভাপতি), মোঃ হাসান মাহমুদ (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ তরিকুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ আখিরুজ্জামান (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ নেওয়াজ শরীফ লেবু (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ হাবীবুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), মোছাঃ উম্মে হালিমা শ্রাবণী (সাংগঠনিক সম্পাদক), মোঃ লিটন রহমান (সাংগঠনিক সম্পাদক), মোঃ মুহতাসিম ফুয়াদ (সাংগঠনিক সম্পাদক), মাধব রায় (সাংগঠনিক সম্পাদক), তৌফিক হাসান রিয়ন (সাংগঠনিক সম্পাদক), মোঃ তানজিরুল ইসলাম শান্ত (সাংগঠনিক সম্পাদক), মোঃ মেহেদী হাসান মুরাদ (কোষাধ্যক্ষ), মোছাঃ শারিকা ইসলাম (উপ-কোষাধ্যক্ষ), মোঃ শোয়েব হাসান (ক্রীড়া সম্পাদক), মোঃ জুম্মাতুল নাইম জীম (ক্রীড়া সম্পাদক), মোছাঃ রওশন আক্তার রিয়া (দপ্তর সম্পাদক), জাকারিয়া জিহাদ(দপ্তর সম্পাদক), মিহির রায় চৌধুরী (প্রচার সম্পাদক), সবুজ রায় (প্রচার সম্পাদক), মোছাঃ নিশাত তাসনিম লামিয়া (ছাত্রী বিষয়ক সম্পাদক), মোছাঃ দিলশাদ জাহান রিতু (ছাত্রী বিষয়ক সম্পাদক), মোঃ সাব্বির হাসান সাইফ (শিক্ষা বিষয়ক সম্পাদক), মোঃ বুলবুল আদম (শিক্ষা বিষয়ক সম্পাদক)। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হিমেল রায়, নিতু রাণী,মোঃ সজীব আহমদ, মোঃ মমিনুল ইসলাম, মোঃ শরীফ, মোঃ নাছরুল ইসলাম।
এসোসিয়েশনের সকল সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ এরশাদুজ্জামান আশেক বলেন,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যান সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় প্রথমেই আমি সংগঠনের সম্মানিত উপদেষ্টামন্ডলী এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমার জন্য যেমন গৌরবের বিষয় একইসাথে চ্যালেঞ্জেরও বিষয়। এখন আমাদের প্রধান লক্ষ্য হবে সংগঠনটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন রংপুর বিভাগের শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে।
© Deshchitro 2024