|
Date: 2024-10-03 15:12:34 |
নাগেশ্বরীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা প্রশাসন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক, নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান আনিছ, রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, খেলারভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।
© Deshchitro 2024