রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামে জমিজমার বিরোধের জের ধরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন দেওয়ার ফলে ঘরে থাকা জিনিসপত্র সহ প্রায় ৭লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ওই গ্রামের দমশের আলীর ছেলে আশাদ আলীর বসতবাড়িতে। মঙ্গলবার এ বিষয়ে আশাদ আলীর ছোট ভাই আফছার আলী ৪জনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারভূক্ত অভিযুক্তরা হলেন-ওই গ্রামের আনছার আলীর ছেলে ইসরাফিল মিয়া, আনছার আলীর স্ত্রী রেজিয়া বেগম, লাল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম ও মন্টু মিয়ার স্ত্রী রাশেদা বেগম।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে প্রায় ১২বছর ধরে পুড়ে যাওয়া বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার রাত অনুমান ৩টার দিকে অভিযুক্তরা কেরোসিন ঢেলে তিনটি বসত ঘরে আগুন জ্বালিয়ে দেয়, এমন সময় আশাদ আলী বাড়ির বাইরে গেলে তিনি তাদের দেখতে পান বলে এজাহারে উল্লেখ করেন। 

এরপর আশাদ আলী ও তার স্ত্রীর চিৎকারে তার ছোট ভাই আফছার আলীসহ আশপাশের অনেক লোক এগিয়ে আসে। প্রত্যক্ষদশীরা জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিলে পীরগাছা ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তিনটি বসত ঘর সহ ঘরে থাকা আসবাবপত্র ও আশাদ আলীর বিদেশ যাওয়ার নগদ ৫লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। 

আশাদ আলী জানান, আমার বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশিরা ক্ষিপ্ত হয়ে আগুন লাগিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। আমার বিদেশ যাওয়ার সব টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আমি এর বিচার চাই। 

অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব না হলে ওই বাড়ির সদস্য মোসলেমা বেগম বলেন, কিভাবে আগুন লেগেছে আমি জানিনা। সবার চিৎকারে আমি আগুন লাগার বিষয়টি জানতে পারি।  

পীরগাছা থানার এসআই একরামুল হক জানান, বিষয়টি সম্পর্কে একটি এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।    


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024