|
Date: 2024-10-04 07:42:25 |
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, এডভোকেট ইফতেখার মহসিন এর ছোট ভাই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম শ্বিবিদ্যালয় আইন বিভাগের কৃতি শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাকালিন সভাপতি, বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বাশঁখালী কলেজ এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
গত বুধবার (২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, এডহক কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর অধিনে কার্যক্রম পরিচালনা ও সম্পাদন করবেন ।
এডহক কমিটিতে পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ সদস্য সচিব করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে একজন বিদ্যোৎসাহী সদস্য এবং দুইজন সদস্য হিসেবে কমিটিতে রয়েছে।
এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বাশঁখালী কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ
© Deshchitro 2024