|
Date: 2024-10-04 08:17:03 |
রামু উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা রাশেদুল হক বাবু কে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী'র নের্তৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুনয়ন বড়ুয়া, এসআই তৌহিদুর রহমানসহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মন্ডল পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রামু থানার এজাহার নামীয় মামলার আসামী বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক ও রামু উপজেলা আওয়ামীলীগ নেতা রাশেদুল হক বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটক রাশেদুল হক বাবুর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© Deshchitro 2024