শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ কমেছে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হিন্দু ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গা পুজার মন্ডপ সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে। উপজেলার বারটি ইউনিয়নে ৬৪টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল বলেন গতবার ৭০টি মন্ডপে সার্বজনীন দুর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল। এবার ৬টি কমেছে এবং ৬৪টি মন্ডপের মধ্যে ২টি মন্ডপে নতুন পুজা অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়ন অনুযায়ী দুর্গা পুজা মন্ডপের সংখ্যা হল ভূরুলিয়া- ২টি, কাশিমাড়ী-৩টি, শ্যামনগর-১১টি, নুরনগর-৩টি, কৈখালী-৫টি, রমজাননগর-৮টি, মুন্সিগঞ্জ-৯টি, ঈশ^রীপুর-৪টি, বুড়িগোয়ালিনী-৮টি, আটুলিয়া-৭টি, পদ্মপুকুর-২টি ও গাবুরা-২টি।

মুন্সিগঞ্জ ধানখালী পুজা মন্ডপের সভাপতি সুপদ মৃধা ও খোকন বৈদ্য বলেন মন্ডপের প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। মাটির লেপন কাজ শেষ এবার রং তুলির ব্যাবহার শুরু হবে। নওয়াবেঁকী সার্বজনীন দুগা পুজা মন্ডপের সম্পাদক সঞ্জয় রপ্তান বলেন প্রতিমার গায়ে রং এর কার্যক্রম চলমান রয়েছে।

আসন্ন দুর্গা পুজা সুষ্ঠভাবে উদ্যাপনের লক্ষে ৩০ সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ অন্যান্যরা শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
পঞ্জিকা অনুযায়ী ৮ অক্টোবর শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন। ৯ অক্টোবর দুর্গা পুজার ষষ্ঠি, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর মহা নবমী ও ১৩ অক্টেবর দশমী পুজা ও বিজয়া দশমী।

ছবি- শ্যামনগরে দুর্গা পুজার উপলক্ষে প্রতিমা তৈরীর প্রস্ততি।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024