|
Date: 2024-10-04 16:17:13 |
নড়াইলের লোহাগড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে ভারতীয় পুরোহিত কতৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে ভারতের বিজেপি নেতার সমর্থন করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪সেপ্টেম্বর) লোহাগড়ার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল লোহাগড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সোহেল রানা, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ তাইবুল হাসান, আপ্যায়ন সম্পাদক তাহমিদ রহমান বাধন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ আরাফাত, সৈয়দ হযরত আলী, লোহাগড়া পৌর ছাত্রদল ৪নং ওয়ার্ড সভাপতি তাসনিম রহমান হৃদয়, সৈয়দ রাকিব, তামিম আহমেদ, নিরব প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটুক্তিকারী ভারতীয় পুরোহিত এবং তাকে সমর্থন করা বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
© Deshchitro 2024