|
Date: 2024-10-05 10:18:41 |
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বাবু, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কুতুবেরহাট তোফায়েল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আমিরু জামান ও প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেছে সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের সেলিম।
বক্তারা শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ দিবসটির গুরুত্ব তুলে ধরেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড পরিবর্তন ও মাধ্যমিক বিদ্যালয় কে দ্রুত জাতীয় করনের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। শিক্ষা ক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূর করনের জন্য সরকারের নিকট উদাত্ত আহ্বান জানান।
এতে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024