নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা 


ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা হলরুমে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,স্থানীয় নেতৃবৃন্দ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি)ফয়েজ উদ্দিন এর সঞ্চালনায়  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেজর ইরশাদুল হক।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ।


এছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা জামায়াত ইসলামের আমীর কাজী শামসুদ্দীন, বিএনপি নেতা বাবু পল্লব রায়,আলমগীর হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা আব্দুল আহাদ,মিডিয়ার প্রতিনিধি হিসাবে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক  এনামুল হক বাবুল,রবিউল আলম ফরাজী, রমেশ কুমার পার্থ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024