জয়পুরহাটের আক্কেলপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” বিষয়কে প্রতিপাদ্য করে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বেড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শান্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদের, সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের মধ্যে চলমান বৈষম্য নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024