শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল পাহাড়ি ঢলে পানিবন্দিদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার ও ঔষধ বিতরণ করেছেন। ৫ অক্টোবর শনিবার সকালে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ বিতরণের সময় সেনাবাহিনী ও ঝিনাইগাতী থানার ওসি আল আমীনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার পাহাড়ি ঢলে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়ে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো। ওই সকল এলাকার ৭৫০ জন পানিবন্দি মানুষের মাঝে এ শুকনো খাবার ও ঔষধ বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024