|
Date: 2024-10-05 15:06:54 |
বর্ণিল আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা জানান। ‘শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানেমোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা প্রয়াত সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর কেক কেটে শিক্ষকদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি। এরপর বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি ব্রহ্মরাজপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের হলরুমে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা শিক্ষক-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী প্রদান করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, আজহরুল ইসলাম, গীতা রানী সাহা, শামীমা আক্তার, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, আসমাতারা জাহান প্রমুখ।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দীপ্তি মন্ডল, ফারজানা ফায়িজা, মরিয়ম খাতুন, সাদিয়া সুলতানা, তাহিরা আক্তার মিম, ঝিলিক সরকার প্রমুখ। এসময় সুর ও ছন্দের আবেশে শিক্ষকদের নিয়ে গান ও কবিতা আবৃত্তি করা হয়।
© Deshchitro 2024